Thursday, November 8, 2012

Ami Banglai Gaan Gai

Ami Banglai Gaan Gai
Artist: Pratul Mukhopadhyay


আমি বাংলায় গান গাই
গীতিকার: প্রতুল মুখোপাধ্যায়

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই । ।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলায় আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই । ।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলায় আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি । ।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই । ।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলায় আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।

2 comments:

  1. excellent and superb. its an amazing song. and i just love this song. thank you for uploading.

    ReplyDelete
    Replies
    1. মন্তব্য কি বাংলায় করা যায় না ?

      Delete